Rnewsbd.com

২৪ ঘন্টা সারা বিশ্ব ও বাংলাদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন।

ওসির বিরুদ্ধে মহা-পুলিশ পরিদর্শকের কাছে লতিফ সিদ্দিকীর অভিযোগ

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেনের বিরুদ্ধে নির্বাচনী বিধিলঙ্ঘন, গ্রেফতার বাণিজ্য, পোলিং এজেণ্টদের তালিকা সংগ্রহ ও ভয়-ভীতি দেখানোর লিখিত অভিযোগে করছেন ।

তিনি বুধবার (৫ ডিসেম্বর) রাতে মহা-পুলিশ পরিদর্শকের কাছে ই-মেইল ও ফ্যাক্স বার্তায় ওই অভিযোগ করেন।

লতিফ সিদ্দিকীর ঘণিষ্ঠরা জানায়, সম্প্রতি উপজেলার জোয়াইর গ্রামের আকবর, রাজাফৈর গ্রামের নওশের, কস্তুরিপাড়া গ্রামের বেল্লাল ও হোসেন আলীকে আটক করে ছেড়ে দেয়ার কথা বলে ওসি টাকা নেয়ার পরও ভিন্ন ভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে পাঠায়।
Add Image

আবদুল লতিফ সিদ্দিকী লিখিত অভিযোগে বলেন, কালিহাতী থানার ওসি নির্বাচনী এলাকায় ভয়-ভীতির সঞ্চার করেছেন। বিভিন্ন সময়ে অনেককে ধরে থানায় এনে উপর মহলের হস্তক্ষেপে ছেড়ে দিয়েছেন। নির্বাচনী প্রচারণা যতই বাড়ছে ওসি তার তৎপরতাও ততই বাড়িয়ে দিচ্ছেন।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, আমার সমর্থক-নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে শুধু ভয় নয়, কারা আমার এজেণ্ট হবে তাদেরকেই মামলায় ফেলে গ্রেপ্তার করা হবে বলে ওসি হুমকি দিচ্ছেন। এতে নির্বাচনী উৎসবমুখর পরিবেশের বিঘ্নিত ঘটছে।

Updated: 07/12/2018 — 1:04 AM
© ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত আর নিউজ বিডি © আমাদের পেইজে অথবা সাইটের কোন নিউজ নিয়ে অভিযোগ থাকলে আমাদের পেইজে মেসেজ দিয়ে জানাবেন, আমরা সাথে সাথে তা ডিলেট করে দিব, ধন্যবাদ।